পরীর মত সুন্দর

পাঁচমিশালী কৌতুক November 8, 2016 1,830
পরীর মত সুন্দর

ভিক্ষুক : আপনাকে পরীর মত সুন্দর লাগছে। কিছু ভিক্ষা দিন না। আমি এক অন্ধ মানুষ।


গৃহকর্ত্রী : দেখলে, লোকটা কেমন মিথ্যুক, সে নাকি অন্ধ।


স্বামী : সে সত্যিই অন্ধ।


স্ত্রী : কি করে বুঝলে?


স্বামী : সে তোমাকে পরীর মত সুন্দর বলল যে।