পিডিএফ থেকে ডক করুন গুগল ড্রাইভ দিয়ে

কম্পিউটার টিপস November 7, 2016 2,224
পিডিএফ থেকে ডক করুন গুগল ড্রাইভ দিয়ে

প্রায়ই কোনো পিডিএফ ফাইলকে ডক বা টেক্সট ফরম্যাটে নেওয়ার প্রয়োজন হয়। তখন পিডিএফ থেকে সরাসরি ডকে রূপান্তর করতে কিছুটা ঝামেলা হয় । এ ঝামেলা থেকে মুক্তি দিতে রয়েছে বিভিন্ন কনভার্টার সফটওয়্যার। তবে সফটওয়্যারের ঝামেলা ছাড়াও এ কাজটি করা যায় গুগল ড্রাইভের সাহায্যে।


কিভাবে কাজটি করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।


প্রথমে গুগল ড্রাইভে গিয়ে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। জিমেইল আইডি দিয়েই গুগল ড্রাইভে লগইন করলেই হবে।



এরপর যে পিডিএফ ফাইলটি টেক্সট ফাইলে রূপান্তর করতে হবে সেটি গুগল ড্রাইভে আপলোড করতে হবে।


আপলোডের পরে পিডিএফ ফাইলটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপর ‘open with’ থেকে ‘google docs’-এ ক্লিক করতে হবে।


তাহলে নতুন একটি পেইজে পিডিএফ ফাইলটি ডক ফরম্যাটে পরিবর্তন হয়ে যাবে। সেখানেই পাওয়া যাবে টেক্সট ও চাইলে তা এডিটও করা যাবে।


তবে এ পদ্ধতিতে ইংরেজি টেক্সট সহজেই ডকে রুপান্তরিত করা যায়। বাংলা ভাষায় লেখা পিডিএফ এ পদ্ধতিতে রূপান্তর ঠিকভাবে হয় না।