ভদ্রতাও খেয়ে ফেলল

ছেলে ও মা কৌতুক November 5, 2016 2,737
ভদ্রতাও খেয়ে ফেলল

মা তার ছোট বাচ্চাকে বলছে-

মা : শোন, মেহমান এসেছে, উনাকে মিষ্টি দেওয়া হবে। উনি তো আর সব মিষ্টি খাবেন না, ভদ্রতা করে একটা- দুটো রেখে দেবেন। তখন ঘরে এনে খেও।


বাচ্চা রাজি হল। মেহমানকে মিষ্টি দেওয়া হল। মেহমান খাচ্ছে। বাচ্চা দেখল মেহমান সব মিষ্টিই খেয়ে ফেলেছে। সে তখন চেঁচিয়ে উঠল-

বাচ্চা : মা, মা, মেহমান তো ভদ্রতাও খেয়ে ফেলল।