শৈশবে
♦ আমাকে খেলনাটা কিনে দিতে হবে, না হয় কান্না থামাব না।
♦ পরীক্ষা খারাপ হওয়ার জন্য বকলে কিন্তু দুই বেলা খাওয়াদাওয়া বন্ধ।
♦ আগামীকালই শিশুপার্কে নিয়ে যেতে হবে, না হয় হোমওয়ার্ক করব না।
কৈশোরে
♦ প্রতিদিন দুবার অ্যাংরি বার্ডস খেলতে দিতে হবে, না হয় পড়াশোনা করব না।
♦ এবার জন্মদিনে সাইকেল দিতে হবে, না হয় কিন্তু রুমের দরজা খুলব না।
যৌবনে
♦ আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাতে হবে, না হলে কিন্তু পড়াশোনাই করব না।
♦ আমার পছন্দের ছেলের সঙ্গেই বিয়ে দিতে হবে, না হয় কিন্তু সুইসাইড খাব।
♦ এখনই সব সম্পত্তি আমার নামে লিখে দাও, না হয় বিদেশে সেটেল হয়ে যাব। মৃত্যুর সময় মুখে পানি দেওয়ারও কাউকে পাবে না।