শৈশবে
♦ খাবারটা পুরো শেষ করো, না হলে কার্টুন দেখতে দেওয়া হবে না।
♦ হোমওয়ার্ক শেষ করো, না হলে খেলতে যাওয়া বন্ধ।
♦ পরীক্ষায় ফার্স্ট হতে হবে, না হলে এবার জন্মদিনের অনুষ্ঠান বাতিল।
কৈশোরে
♦ ফেসবুকে নামে-বেনামে কোনো অ্যাকাউন্ট খুললে নেট কানেকশন বাতিল।
♦ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। নাইলে কিন্তু হাতখরচের টাকা বন্ধ।
যৌবনে
♦ পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে না পারলে পড়াশোনা বন্ধ।
♦ পাশের বাসার লাফাঙ্গা ছেলেটার সঙ্গে আর যদি ঘুরতে দেখি, তাহলে ঘরে আটকে রাখব।
♦ আমার পছন্দ করা মেয়েকেই তোমার বিয়ে করতে হবে, না হলে তোমাকে আমার সব সম্পত্তি থেকে বঞ্চিত করব।