বিয়ের পর শ্বশুরবাড়িতে নতুন বউকে শাশুড়ি বলছে-
শাশুড়ি : মা আজ থেকে তুমি এ বাড়িরই একজন সদস্য। আমার মেয়ে তুমি, আমাকে তুমি মা ডাকবে।
নতুন বউ : আচ্ছা মা।
সারাদিনের কাজ শেষে জামাই বাসায় আসছে। কলিংবেলের শব্দ পেয়ে-
শাশুড়ি : এই কে এলো?
নতুন বউ : মা! মা! ভাইয়া আসছে...