বিড়াল চাটা দুধ

পাঁচমিশালী কৌতুক November 1, 2016 3,774
বিড়াল চাটা দুধ

এক ক্লান্ত পথিক গৃহস্থের বাড়ি উপস্থিত হয়ে পানি চাইল। একটি মাটির পাত্রে করে তাকে দুধ দেওয়া হলো। পথিক তো মহাখুশি। এক চুমুকেই অর্ধেকটা দুধ সাবাড় করে দেবার পর সে শুনতে পেল পাশ থেকে একটি ছোট ছেলে তাকে বলছে-

ছেলে : বিড়াল চাটা দুধ কেমন লাগে!


এ কথা শোনার পর পথিক রেগে আগুন হয়ে মাটির পাত্রটি ছুড়ে ফেলে দিল। পাত্রটি মাটিতে পরে ভেঙে যাওয়ার পর ছেলেটি চিৎকার করে বলে উঠল-

ছেলে : দাদি দেইখ্যা যাও, ব্যাটায় তোমার থুথু ফালানোর বাটি ভাইঙ্গা ফালাইছে।