মরণের আগে ফোন

ছেলে ও মা কৌতুক November 1, 2016 2,322
মরণের আগে ফোন

মা ও ছেলে মোবাইল ফোনে কথা হচ্ছিল.....


ছেলে : আসসালামু আলাইকুম। মা তুমি কেমন আছ?


মা : হ’ বাবা ভালো আছি। তুই ভালা আছততি, তুই অন কোনাই?


ছেলে : আলহামদুলিল্লাহ, মা ভালো আছি। আমি এখন হাউসের নিচে।


মা : ইন্নালিল্লা। তুই বাঁচি আছততি বাবা। তোরে বুঝি অফিসঅলারা হাউসের নিচে চুবাই দইচ্ছে? ওরে আল্লারে আঁর এক মাত্র হোলা মরি যায়রে... মরণের আগেদি আঁরে ফোন দিছে।


ছেলে : মহা বিপদ! এই মা! তুমি এমন কর কেন? শোন মা, হাউস অর্থ বাড়ি। আমি বাড়ির নিচে দাঁড়িয়ে আছি।


মা : ও... তুই ইংরাজিতে কইলে কি আঁই বুঝিনি। বাংলাতে কইছ।