সেলফিতে মজে নেই এমন জেনওয়াই খুঁজে পাওয়া সত্যিই মুশকিল।
অনেকেই ভাবেন, ভালো সেলফি তোলাটা বেশ কঠিন। তবে এ কথা একেবারেই সঠিক নয়। ক্যামেরা হাতে ততটা পটু না হলেও চলবে।
সেলফি তোলার সময় মাথায় রাখতে পারেন আনন্দবাজার পত্রিকায় দেওয়া কয়েকটি টিপস।
মোবাইলে টাইমার সেট করে তার পর সেলফি তুলুন। এতে সেলফির আগে বেশ খানিকটা সময় মিলবে। সেই সঙ্গে ক্যামেরা ক্লিক করার আগে হাতও স্টেডি করে নেওয়া যাবে।
সেলফি তোলার সময় মুখের একটু ওপরে মোবাইল ক্যামেরা তাক করুন। এ বার ক্যামেরার দিকে তাকান। ব্যস, পারফেক্ট সেলফি রেডি।
সেলফি তোলার সময় ডাবল চিন নিয়ে অনেকেই অস্বস্তিতে পড়েন। ফোটোতে ডাবল চিন ঢাকতে আপনার মুখটা সামান্য এগিয়ে নিন। এতে ডাবল চিন ঢাকা তো পড়বেই, সঙ্গে জলাইনও শার্প দেখাবে।
সেই একঘেয়ে সেলফির পোজ দিয়ে গিয়ে বোরড! এ বার থেকে শুধুমাত্র নিজের মুখ নয়, সেলফির পোজ দিন আপনার প্রিয় পোষ্য বা কোনও বন্ধুর সঙ্গে। তবে একেবারেই যদি কাউকে না পাওয়া যায় তবে আপনার নুতন সানগ্লাস পরেও সেলফি তুলতে পারেন। এতে ফোটোতে একটা নতুনত্ব আসবে।
কাঠ হয়ে ঠায় দাঁড়িয়ে সেলফি তুলবেন না। ফটোতে নিজের মনের কথা প্রকাশ করুন। হাসুন, পাউট করুন। চাইলে বেশ মজার মুখভঙ্গিও করতে পারেন।
চড়া আলোয় সেলফি তুলবেন না। বরং সেলফির জন্য বেছে নিন হালকা আলো। এতে এফেক্ট ভাল আসবে।
তবে সেলফি তোলার মোক্ষম টিপসটি হল সেলফ-লাভ। খ্যাতনামা ফটোগ্রাফারদের মতে, যারা নিজেকে ভালবাসেন তাদের চোখেই তা ফুটে ওঠে। এমনকি, তা দেখা যায় সেলফিতেও।