• ধাঁধা :
১. ‘ছয় অক্ষরে নাম তার
ফুটবল ক্লাব হয়,
প্রথম তিনে লোকের নাম
শেষের তিনে ফুল হয়।’
২. ‘ছোট ছোট উলুবনে,
কতো হরিণ চলে।
দশ শিকারী চেষ্টা করে,
দুই শিকারী ধরে।’
৩. ‘সম্রাট মোঘল আমলে
চার বর্ণে নাম তার,
জানে যে সকলে।’
৪. ‘ছেলে হলো তার
গাছের পাতা খেয়ে,
বলো দেখি কি নাম তার
কোন সে মেয়ে।’
• উত্তর :
১. মোহনবাগান
২. উকুন
৩. আকবর
৪. শচীমাতা