• ধাঁধা :
১. ‘ছোট গাছখানি তার,
কতো ফল ধরে।
একটু যদি খায় তবে,
আহা উহু করে।’
২. ‘ছোট পুকুর দু’টি
কালো ঘাসে ঘেরা,
মাঝে তার কাটে সাঁতার
কালো মানিক হীরা।
এমন পাথর থাকে তাতে,
পাবে জলের ধারা।
না থাকলে সেই পুকুর
অন্ধকারের ধরা।’
৩. ‘ছোট-বড় সবার সনে
থাকে কিন্তু ভাই,
আলোতে দেখবে তারে
অন্ধকারে নাই।’
৪. ‘ছেড়ে এসে জঙ্গল,
পোষ মানে হঙ্গল।’
• উত্তর :
১. মরিচ
২. চোখ
৩. ছায়া
৪. কুকুর