ফেইসবুক মেসেঞ্জারে পেপাল সেবা চালু

ইন্টারনেট দুনিয়া October 26, 2016 805
ফেইসবুক মেসেঞ্জারে পেপাল সেবা চালু

ইতিমধ্যেই ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে অর্থ লেনদেনের সেবা চালু হয়েছে। যদিও সেবাটি এখনও বিশ্বব্যাপী চালু হয়নি। তবে মেসেঞ্জারে লেনদেনকারীদের জন্য আরেকটি সুখবর এসেছে। এখন থেকে মেসেঞ্জারে পেপাল লেনদেন করা যাবে।


শুধুমাত্র মেসেঞ্জার অ্যাপের মাধ্যমেই এই সেবা পাওয়া যাবে। এর আগে ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ লেনদেনের সুবিধা ছিলো। এবার ব্যবহারকারীরা তার মেসেঞ্জার অ্যাকাউন্টের সাথে পেপাল অ্যাকাউন্ট লিংক করতে পারবেন। লেনদেনের পাশাপাশি মেসেঞ্জারেই সরাসরি পেমেন্ট নোটিফিকেশন আসবে।



পেপালে চিফ অপারেটিং অফিসার বিল রেডি বলেন, এই সম্মিলিত উদ্যোগের ফলে আমাদের গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের বিষয়টি আবারও আসবে।


প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের গ্রাহকরা এই সেবা পাবেন। তবে অন্যান্য দেশে কবে নাগাদ মেসেঞ্জারের সাথে পেপালের এই যৌথ সেবা চালু হবে সে বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।