• ধাঁধা :
১. ‘ছোট ছোট শিশুরা
নায়ের মধ্যে রয়,
আগুনের তাপ পেলে
কেবলই লাফায়।’
২. ‘ছোট ছোট কিশোরী
পরে সাদা শাড়ি,
নায় না- খায় না
তবু সে সুন্দরী।’
৩. ‘ছোট ছোট উলুবনে
কতো হরিণ চরে,
দশ শিকারী চেষ্টা করে
দুই শিকারী ধরে।’
৪. ‘ছোট ছোট ছেলেরা
পান সুপারি খায়,
বড় বড় গাছের সঙ্গে
যুদ্ধ করতে যায়।’
• উত্তর :
১. খই
২. রসুন
৩. উকুন
৪. কুড়াল