এক বাক্স গোপাল ভাঁড়

পাঁচমিশালী কৌতুক October 24, 2016 1,896
এক বাক্স গোপাল ভাঁড়

গোপাল ভাঁড় বা গোপাল ভাণ্ড ছিলেন নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার। প্রায় দুইশত বছরেরও অধিক আবহমানকাল ধরে প্রচলিত তার জীবন-রস সমৃদ্ধ গল্পগুলো পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের মাঝে এখনো স্বমহিমায় টিকে আছে। তাকে মোল্লা নাসীরুদ্দীন ও বীরবলের সমতুল্য হিসেবে ধরা হয়। তিনি অষ্টদশ শতাব্দীতে প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে তার সভাসদস্যদের মধ্যকার নবরত্নদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। তার কিছু মজার গল্প তুলে ধরা হলো-


মাছি

মিষ্টির দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় থরে থরে সাজানো মিষ্টি দেখে গোপালের খুব লোভ হয়েছে। কিন্তু পকেটে নেই একটি পয়সাও। ভেতরে গোপাল ঢুকে দেখে ময়রার ছোট ছেলেটি বসে আছে।

গোপাল বলে, ‘কি-রে, তোর বাপ কই?’

-পেছনে। বিশ্রাম নিচ্ছে।

-তোর বাপ আর আমি খুব বন্ধু, বুঝলি? আমার নাম মাছি। ক’টা মিষ্টি খাই? তোর বাপ কিচ্ছু মনে করবে না।

বলেই গোপাল টপাটপ মিষ্টি মুখে পুরতে শুরু করেছে। মিষ্টি নিমিষে শেষ হয়ে যাচ্ছে দেখে ছেলে চেঁচিয়ে বলে, ‘বাবা, মাছি কিন্তু সব মিষ্টি খেয়ে ফেলছে!’

শুনে পেছন থেকে ময়রা বলে, ‘আরে খেতে দে! মাছি আর কট্টুকু খাবে?’


রামনাম

একবার রাজামশাই শক্ত করে গোপাল ভাঁড়ের হাত আঁকড়ে ধরে বললেন, কী গোপাল, বুদ্ধির জোরে কি আর সব হয়? মাঝে গায়ের জোরও লাগে। পারলে হাতখানা ছোটাও দেখি বাপু। দেখি, কেমন তোমার শক্তি!

রাজা ভেবেছিলেন, গোপাল ভাঁড় হয়তো হাত ধরে টানাহেঁচড়া করবে, মোচড়ামুচড়ি করবে। রাজাকে অবাক করে দিয়ে সে এসবের কিছুই করলো না! শুধু বিড়বিড় করে রাম রাম বলতে লাগলো।

রাজা বললেন- কী হলো, অত রাম রাম করছো কেন?

গোপাল বলল- রাজামশাই, গুরুজনের মুখে শুনেছি, রামনাম জপলে ভূত ছাড়ে!

রাজা সঙ্গে সঙ্গে গোপালের হাত ছেড়ে দিলেন!


বলদের মতো চারটা পা

গোপালের তখন বয়স হয়েছে। চোখে ভালো দেখতে পারে না। রাজা কৃষ্ণচন্দ্র বললেন- কী গোপাল, গতকাল আসনি কেন?

আজ্ঞে চোখে সমস্যা হয়েছে। সবকিছু দুটো দেখি। কাল এসেছিলাম। এসে দেখি দুটো দরবার। কোনটায় ঢুকবো, ভাবতে ভাবতেই।

এ তো তোমার জন্য ভালোই হলো। তুমি বড়লোক হয়ে গেলে। আগে দেখতে তোমার একটা বলদ, এখন দেখবে দুটো বলদ।

ঠিকই বলেছেন মহারাজ। আগে দেখতাম আপনার দুটো পা, এখন দেখছি চারটা পাঠিক আমার বলদের মতোই!


গোপালের স্বপ্ন দেখা

গোপাল আর গোপালের স্ত্রীর কথোপকথন-

গোপালের স্ত্রী : কি ব্যাপার? চশমা পরে ঘুমাচ্ছো কেন?

গোপাল : জানোই তো চোখে ছানি পড়েছে। চশমা ছাড়া স্বপ্ন দেখবো কিভাবে?