পিক্সেল স্মার্টফোনের সঙ্গে ঘোষণা দেওয়া ‘ওয়ালপেপারস’ অ্যাপটি উন্মুক্ত করেছে গুগল। অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন বা তার পরের সব সংস্করণে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাপটি সমর্থন করবে। তবে অ্যান্ড্রয়েড ৭.০ বা নোগাট সংস্করণে বিশেষ কিছু ফিচার পাওয়া যাবে।
গুগলের নতুন এই অ্যাপ ব্যবহার করে ‘আর্থ’, ‘ল্যান্ডস্কেপ’, ‘লাইফ’, ‘টেক্সচারস’ প্রভৃতি বিভাগের বিভিন্ন ওয়ালপেপার পছন্দ করতে পারবেন ব্যবহারকারী। অ্যাপটি ব্যবহার করে স্মার্টফোনে থাকা অন্যান্য ওয়ালপেপার অ্যাপ কিংবা গ্যালারিতেও ঢুকে ওয়ালপেপার পরিবর্তন করা যাবে। গুগল আর্থ, গুগল প্লাস বা অন্যান্য গুগল সেবা থেকে ছবি পেতে সাহায্য করবে গুগলের অ্যাপটি।
নোগাট অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা হোম ও লক স্ক্রিনের জন্য পৃথক ওয়ালপেপার পছন্দ করতে পারবেন। পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারীরা শুধু হোম স্ক্রিনে ছবি ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীরা নির্দিষ্ট ক্যাটাগরি সেট করে দিতে পারবেন। এতে অ্যাপটি প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে ওয়ালপেপার পরিবর্তন করবে। অ্যাপটি ২ দশমিক ৩ মেগাবাইটের। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। তথ্যসূত্র: এনডিটিভি।