ধাঁধা :
১. ‘ছোট একটি মাথা,
গায়ে হাজার জামা।’
২. ‘ছোট গাড়িখানা তাতে,
কতো ফল ধরে।
একটা যদি খায় ক্ষণিক,
অমনি উহু আগে করে।’
৩. ‘ছোট এক পুকুরে,
জল টলমল করে।
সর্বনাশ হয় যদি,
কিছু তাতে পড়ে।’
৪. ‘ছোট ছোট শিশুরা,
হাড়ির মধ্যে রয়।
আগুনের তাপ পেলে
কেবলই লাফায়।’
উত্তর :
১. পেঁয়াজ
২. মরিচ
৩. চোখ
৪. খই