আজকের ধাঁধা : ২২ অক্টোবর, ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer October 22, 2016 1,299
আজকের ধাঁধা : ২২ অক্টোবর, ২০১৬

• ধাঁধা :

১. ‘চলতে চলতে তার

চলা হয় ভার,

আজব জিনিস

মাথাটি কাটলে

চলবে আবার।’


২. ‘ছয় পা বারো হাঁটু,

জাল ফেলেছে।

মাছ নেই জল নেই,

ডাঙাতেই থেকেছে।’


৩. ‘ছয় বর্ণে নাম তার,

ফুটবল ক্লাব হয়।

প্রথম তিন বর্ণে

এক লোকের নাম,

শেষের তিনে ফুল হয়।’


৪. ‘ছড়ায় গান গায় ভালো,

নাম কি তার?

তাকে নিয়ে বুড়োবুুড়ি

সারাদিন করে কি?


• উত্তর :

১. পেন্সিল

২. মাকড়শা

৩. মোহনবাগান

৪. জপমালা