কুকুর ধাওয়া করেছিলো

ছেলে ও মা কৌতুক October 21, 2016 2,112
কুকুর ধাওয়া করেছিলো

মা : বাজার থেকে ফিরতে এতো দেরি হলো কেন?


শামস : একটা কুকুর উল্টো দিকে ধাওয়া করেছিলো তাই।


মা : বাজারের ব্যাগটা কই?


শামস : ভয়ে ব্যাগটা কুকুরের দিকে ছুড়ে মেরেছি, তারপরও কুকুরটা ধাওয়া করছিলো।


মা : রাস্তার পাশ থেকে পাথর ছুড়ে মারলে না কেন?


শামস : পাথর মেরেছি তো...


মা : কখন? পাথর মারার পর কি হলো?


শামস : আমি যখন পাথর ছুড়ে মারলাম তখন কুকুরটা ঘুমাচ্ছিলো। এরপর ঘুম ভেঙে কুকুরটা আমাকে ধাওয়া করা শুরু করলো।