আজকের ধাঁধা : ২০ অক্টোবর ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer October 20, 2016 2,041
আজকের ধাঁধা : ২০ অক্টোবর ২০১৬

ধাঁধা :

১. ‘চলতে চলতে চলে না আর,

মাথা কাটলেই চলবে আবার।’


২. ‘ছিড়ছে দাড়ি টানছে নাড়ি,

উঠছে ফুসে ভুড়ি।

পা চারটে পেটের ভেতর

দিব্যি গলায় দড়ি।’


৩. ‘ছাল খাই না

বাকল খাই না

খাই শুধু পানি।

গ্রীষ্মকালে খেতে মজা

সবাই কিন্তু পানি।’


৪. ‘ছয় পায়ে উড়ে এসে,

চার পায়ে বসে।

দুই পায়ে পা ঘষে,

সে ময়লা ভালোবাসে।’


উত্তর :

১. পেন্সিল

২. ঢেড়ার দড়ি কাটা

৩. ডাব

৪. মাছি