ধাঁধা :
১. ‘চালে নই ডালে থাকি
চাল তবু আছে,
খোলা দিয়ে ঢেকে রাখি
কেউ দেখে পাছে।
মাথা যদি বাদ দেন
হবো আমি লতা
বলেন তো আছি কোথা?’
২. ‘চলতে চলতে থেমে যায়,
না কাটলে তার চলা দায়।
কেটে দিলে আবার চলে,
জিনিসটাকে কি বলে?’
৩. ‘ছুইলে হাঁটে না,
না ছুইলে হাঁটে।
প্রতিদিন দেখা যায়
জিতুদের ঘাটে।’
৪. ‘ছয় পায়ে আসে,
চার পায়ে বসে।
দুই পায়ে ঘষে,
গরম ভালোবাসে।’
উত্তর :
১. চালতা
২. পেন্সিল
৩. শামুক
৪. মাছি