স্ত্রীর সংখ্যা ৯৭, আরও বিয়ে করতে চান ৯২ বছরের এই বৃদ্ধ!

ভয়ানক অন্যরকম খবর October 18, 2016 1,976
স্ত্রীর সংখ্যা ৯৭, আরও বিয়ে করতে চান ৯২ বছরের এই বৃদ্ধ!

তাঁর নাম মহম্মদ বেলো আবুবকর৷ বয়স ৯২৷ ইতিমধ্যেই এই ব্যক্তির জগৎজোড়া খ্যাতি৷ কারণ তিনি এই বয়সেও সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে রেখেছেন তাঁর দাম্পত্য জীবন৷


একটি বা দুটি নয়, তাঁর স্ত্রীর সংখ্যা ৯৭৷ কিন্তু এই সংখ্যা নাকি বিশেষ কিছুই নয়৷ যতদিন বাঁচবেন, ততদিন ধরে চালিয়ে যেতে চান এই বৈবাহিক প্রক্রিয়া৷


গোটা জীবনে এই ধর্মযাজক বিয়ে করেছিলেন মোট ১০৭টি৷ কিন্তু তারমধ্যে ১০টি সম্পর্ক টেকেনি৷ কিন্তু তাতে দমে যাননি যাজক৷ ঈশ্বরের কৃপায় এমন আরও বিয়ে করতে চান তিনি৷


সাম্প্রতিক কালে, রটে গিয়েছিল, যাজক আবুবকরের নাকি মৃত্যু হয়েছে৷ আর এই খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ কিন্তু সেই তথ্য ভুল প্রমাণ করতেই লোকসমক্ষে দেখা দিলেন যাজক৷


নাইজেরিয়ার আবুবকর জানিয়েছেন, ঈশ্বরের কৃপায় আরও বিয়ে তিনি করতে চান৷ আর যাঁরা এই কাজের সমালোচনা করছেন, তাঁরা খুব ভুল করছেন বলে মত প্রকাশ করেছেন যাজক৷


সূত্রঃ সংবাদ প্রতিদিন