ডট বাংলা ডোমেইনের আনুষ্ঠানিক যাত্রা ১৬ ডিসেম্বর

ইন্টারনেট দুনিয়া October 18, 2016 1,833
ডট বাংলা ডোমেইনের আনুষ্ঠানিক যাত্রা ১৬ ডিসেম্বর

ডট বাংলা (.বাংলা) ডোমেইনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আগামী ১৬ ডিসেম্বর। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


প্রতিমন্ত্রী বলেন, আনুষাঙ্গিক সকল প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১৬ ডিসেম্বর ডট বাংলা ডোমেইনটির সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারব বলে আমরা আশা করছি।


তারানা হালিম বলেন, গত ৪ অক্টোবর দীর্ঘ অপেক্ষার পর ডট বাংলা ডোমেইন ব্যবহারের চূড়ান্ত অনুমোদন পেয়েছে বাংলাদেশ। এটি বাংলা ভাষার ক্ষেত্রে আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি।


প্রতিমন্ত্রী বলেন, ডট বাংলা ডোমেইন চালুর মাধ্যমে সারাবিশ্বে বাংলা ভাষা ভাষী মানুষ ইন্টারনেটে নিজের ভাষায় প্রবেশ করতে পারবে। যেমন বাংলায় ‘ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়’ লিখলেই মন্ত্রণালয়ের ওয়েব সাইট চলে আসবে।