প্রেমিকার রাগ ভাঙ্গাবে অ্যাপ

এপস রিভিউ October 18, 2016 1,530
প্রেমিকার রাগ ভাঙ্গাবে অ্যাপ

বন্ধুর সঙ্গে ঝগড়া, বান্ধবীর রাগ কিংবা প্রেমিকের অভিমান? একটু ক্ষমা চাইলেই তো বরফ গলা পানি হয়ে যাবে। কিন্তু সরাসরি ফোন কল কিংবা মেসেজ পাঠিয়ে সেই ক্ষমা চাইতে যদি দ্বিধা বোধ হয় তবে তাকে বরং গানের দু-এক কলি শুনিয়ে দিতে পারেন। তাতে আপনার কাজ হয়েও যেতে পারে।


যদি বলা হয় কৌশলে এই ক্ষমা চাওয়াটা হতে পারে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে! তবে কেমন হবে? এ রকম একটি অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে এমএসটিওয়াই বা ‘মাই সং টু ইউ’। এই অ্যাপটির সাহায্যে ৩০ সেকেন্ডের গানের ক্লিপ পাঠানো যায়। এ ছাড়াও এর সঙ্গে ছবি ও মেসেজ পাঠানোর সুবিধাও রয়েছে।


লন্ডনের একটি সংস্থা এই অ্যাপটি তৈরি করেছে। বিশ্বের ১৫৫টি দেশে অ্যাপটি রিলিজ করা হয়েছে। বর্তমানে গুগল প্লে ও অ্যাপ স্টোরে এটি ডাউনলোড করা যাচ্ছে। এতে দুই হাজার গানের লিস্ট রয়েছে যা বিভিন্ন বিভাগে ভাগ করে রাখা হয়েছে।


এমএসটিওয়াইয়ের প্রতিষ্ঠাতা গ্র্যান্ট বভি দাবি করেছেন, ‘সংগীতের আবেদন অনেক শক্তিশালী। ছবি, টেলিভিশন, বিজ্ঞাপন সবখানেই এর ব্যবহার দেখা যায়। তবে মেসেজ হিসেবে কেন গান শোনানো যাবে না? এটা দারুণ কাজে দেবে।’