কীভাবে আম কুড়াবে

পাঁচমিশালী কৌতুক October 16, 2016 1,431
কীভাবে আম কুড়াবে

ভাগ্নে : আচ্ছা মামা, আম ও কাঁঠালের সময় ঝড় হয় কেন?


মামা : তুই কি তাও জানিস না?


ভাগ্নে : না, মামা।


মামা : আরে ঝড় না হলে মানুষ গাছের নিচ থেকে কীভাবে আম কুড়াবে?