সব বস্তুর আয়তন আছে। মানে কিছুটা জায়গা দখল করে। কোনও বস্তুকে যদি পানিতে ছেড়ে দিলে সে তার আয়তনের সমান পানি সরিয়ে দিয়ে নিজে সেই জায়গা দখল করে।
যে পরিমাণ পানি সে সরিয়ে দেয় তার ভর বস্তুটির ভরের চেয়ে বেশি হয় তবে বস্তুটি ভাসবে। কিন্তু সরিয়ে দেওয়া পানির ভর যদি বস্তুটির ভরের চেয়ে কম হয় তাহলে বস্তুটি ডুবে যাবে।
এক টুকরো লেহা যে পরিমাণ পানি সরিয়ে দেয় সেই পানির ভর লোহার টুকরোটির চেয়ে কম। তাই লোহার টুকরো পানিতে ডুবে যায়।
অন্যদিকে একটা জাহাজের আয়তন বিশাল। জাহাজের পানিতে নামানোর পর সে বিশাল আয়তনের পানি সরিয়ে দেয়। সরিয়ে দেওয়া পানির ভর বিশাল ওই জাহাজের চেয়ে বেশি। তাই জাহাজ পানিতে ভাসে।