এবার মাফ করেন

পাঁচমিশালী কৌতুক October 14, 2016 1,879
এবার মাফ করেন

এক ফকির পিচ্চি মেয়েকে বলছে-

ফকির : আল্লাহর ওয়াস্তে কিছু দে বেটা।

পিচ্চি : আমি বেটা না, বেটি।

ফকির : আল্লাহর ওয়াস্তে কিছু দে বেটি।

পিচ্চি : আমার নাম স্বর্ণা।

ফকির : আল্লাহর ওয়াস্তে কিছু দে স্বর্ণা।

পিচ্চি : আমার পুরা নাম নাদিয়া শারমিন স্বর্ণা।

ফকির : আল্লাহর ওয়াস্তে কিছু দে নাদিয়া শারমিন স্বর্ণা।

পিচ্চি : হ্যাঁ, এখন ঠিক আছে! এবার মাফ করেন।