কম্বল এখন খাচ্ছে

ছেলে ও মা কৌতুক October 13, 2016 1,999
কম্বল এখন খাচ্ছে

নতুন বিয়ে হয়েছে। শীতকাল। রাতে ছেলে তাড়াতাড়ি খেয়ে শুতে গেছে। বউ শুতে আসছে না দেখে মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করল-

ছেলে : মা কম্বল কই?

মা : কেন বাবা, বিছানায় তো আছে।


ছেলে চলে গেল। একটু পরেই ছেলে ফিরে এসে জিজ্ঞাসা করল-

ছেলে : মা কম্বল কই?

মা : কেন, বিছানায় তো ছিল।


ছেলে আবার কিচুক্ষণ পরে ফিরে এসে জিজ্ঞাসা করল-

ছেলে : মা কম্বল ছাড়া ঘুম আসে না।


সব বুঝতে পেরে আর রাগ চাপতে পারলেন না-

বেটা ফাজিল, শুইতে যা, কম্বল এখন খাচ্ছে।