ধাঁধা :
১. ‘চার বর্ণে নাম তার,
সবাই সেথা বসে।
শেষের বর্ণ ছেড়ে দিলে,
খাবার থালায় আসে।’
২. ‘চার বর্ণে নাম তার,
বিখ্যাত ক্রিকেটার।
প্রথম দুই বাদ দিলে,
উল্টো হয় অসীমার।’
৩. ‘চার বর্ণের ছোট ছোট
দুই রঙের ফল,
প্রথম তিন বাদ দিলে
মেজাজ কিসে বল?’
৪. ‘চার বর্ণে নাম তার,
জলে মাছ ধরে।
শেষের দুটো ছেড়ে দিলে,
জলে বাস করে।’
উত্তর :
১. ময়দান
২. জয়সীমা
৩. করমচা
৪. মাছরাঙা ও মাছ