আজকের ধাঁধা : ১২ অক্টোবর ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer October 12, 2016 1,382
আজকের ধাঁধা : ১২ অক্টোবর ২০১৬

ধাঁধা :

১. ‘চার বর্ণে নাম তার,

তীর্থভূমি হয়।

প্রথম দুটি বাদ দিলে

সব ঘরে রয়।’


২. ‘চার বর্ণে নাম তার

দোকানেতে পাবে।

শেষের দু’টি বাদ দিলে

লেখার জিনিস হবে।’


৩. ‘চার বর্ণে নাম তার,

সেটা একটা ফল।

ওপরটা সবুজ ভাই,

ভেতরটা লাল।’


৪. ‘চার বর্ণে নাম তার

শোবার ঘরে রয়।

প্রথম দুই বাদ দিলে

খাদ্যশস্য হয়।’


উত্তর :

১. হরিদ্বার

২. চকলেট

৩. তরমুজ

৪. উপাধান