কত মজুরি পরবে

দর্জি কৌতুক October 10, 2016 4,705
কত মজুরি পরবে

এক লোক দর্জির কাছে গেল প্যান্ট বানাতে। দর্জিকে মজুরি কত তা জিজ্ঞেস করছে...


লোক : আচ্ছা, ফুল প্যান্ট বানাতে কত মজুরি পরবে?


দর্জি : ৫০০ টাকা।


লোক : হাফ প্যান্ট?


দর্জি : ২৫০ টাকা।


লোক : আর জাঙ্গিয়া?


দর্জি : ১০০ টাকা।


লোক : ঠিক আছে তাইলে আপনি আমাকে একটা জাঙ্গিয়া বানায়া দেন। খালি জাঙ্গিয়ার ঝুলটা বাড়িয়ে পায়ের টাকনু পর্যন্ত করে দিয়েন।