ধাঁধা :
১. ‘চার বর্ণের নাম তার,
দম্পতিরা জানে।
প্রথম দু’টি দিলে বাদ,
আকাশেতে নামে।’
২. ‘চার বর্ণে নাম তার,
সেটা একটা পাখি।
শেষে দু’টো ছেড়ে দিলে
বাবার ভাইকে ডাকি।’
৩. ‘চার বর্ণে নাম তার,
কনফেকশনারিতে পাবে।
শেষের দু’টি বাদ দিলে
লেখার জিনিস হবে।’
৪. ‘চার বর্ণে নাম তার,
সেটা একটা ফল।
ওপরটা সবুজ ভাই,
ভেতরটা কিন্তু লাল।’
উত্তর :
১. হানিমুন
২. কাকাতুয়া
৩. চকলেট
৪. তরমুজ