কাক ও খরগোশ

পাঁচমিশালী কৌতুক October 6, 2016 1,721
কাক ও খরগোশ

কাক বসেছিল গাছের ডালে। নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল খরগোশ।

খরগোশ : কিরে কাক, তুই কী করছিস?

কাক : কিছুই না। এমনি বসে আছি।

খরগোশ : বেশ মজা তো! আমিও বসে থাকি কিছু না করে?

কাক : থাক।