মেসেঞ্জারের ‘লাইট’ সংস্করণ আনছে ফেসবুক

ইন্টারনেট দুনিয়া October 3, 2016 871
মেসেঞ্জারের ‘লাইট’ সংস্করণ আনছে ফেসবুক

ফেসবুকের চ্যাটিং অ্যাপ মেসেঞ্জারকে সকলের হাতে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিল ফেসবুক। ফেসবুক অ্যাপের লাইট ভার্সনের পর এবার মেসেঞ্জারের লাইট ভার্সন আনার ঘোষণা দিয়েছে সোশ্যাল সাইট জায়ান্ট।


ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, যে সব দেশে ইন্টারনেট ব্যবস্থা খুব একটা উন্নত না এবং নেটের স্পীড খুব কম সে সব দেশের মানুষকে নিজেদের প্ল্যাটফর্মে টানতে নতুন সংস্করণটি এনেছে বলে জানিয়েছে ফেসবুক।


আজ সোমবার থেকে কেনিয়া, তিউনেশিয়া, মালয়শিয়া, শ্রীলঙ্কা ও ভেনিজুয়েলার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জারের নতুন সংস্করণটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। তবে সারা পৃথিবীতে মেসেঞ্জার লাইট কবে উন্মুক্ত করা হবে তা এখনো জানা যায়নি। -কালের কন্ঠ