ইংল্যান্ডে দুর্ভিক্ষ চলছে

পাঁচমিশালী কৌতুক October 3, 2016 1,527
ইংল্যান্ডে দুর্ভিক্ষ চলছে

লেখক জি. কে চেস্টারটনের সঙ্গে অনেকদিন বাদে একটি ক্লাবে বার্নার্ড শ’র দেখা। শ’র পাতলা রোগা চেহারা দেখে চেস্টারটন বললেন, ‘শ’ তোমাকে দেখে তো লোক ভাববে ইংল্যান্ডে দুর্ভিক্ষ চলছে।’

শ’ চেস্টারটনের বিপুল পেটের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ‘আর তোমাকে দেখে লোকে ভাববে সেই খাদ্যাভাবের জন্য তুমিই দায়ী।’