মৃতব্যক্তির বারবার জানাজার নামাজ পরার বিধান!

ইসলামিক শিক্ষা September 27, 2016 2,255
মৃতব্যক্তির বারবার জানাজার নামাজ পরার বিধান!

মাওলানা মিরাজ রহমান :আমাদের দেশে বিশেষত রাজনৈতিক ও সংস্কৃতিক ব্যাক্তিত্ব মৃত্যুবোরণ করলে আমরা দেখতে পাই তাদের জানাযার নামাজ একাধিকবার পড়া হয়।


তো আমার জানার বিষয় হচ্ছে বারবার জানাযা নামাজ পরা কি জায়েয আছে?


কোন মৃত ব্যক্তির জানাযা যদি তার অভিভাবক ব্যতীত অন্যেরা পড়ে নেয় এবং জানাযা পড়া যদি অভিভাবকের অনুমতি ছাড়া হয় তাহলে স্বয়ং অভিভাবক ইচ্ছা করলে দ্বিতীয়বার জানাযা পড়তে পারবেন। তবে দ্বিতীয়বার জানাযা পড়া ওয়াজিব নয় বরং প্রথমবার পড়ার মাধ্যমে ওয়াজিব আদায় হয়ে যায়।


তাহতাবী-৩২৪