রবিতে ৪৫ টাকায় ১৫০ এম্বিসহ ২৫ পয়সা কলরেট

Robi Axiata September 22, 2016 1,781
রবিতে ৪৫ টাকায় ১৫০ এম্বিসহ ২৫ পয়সা কলরেট

দেশের সবচেয়ে সাশ্রয়ী ও আকর্ষণীয় ডাটা বান্ডল অফার এনেছে মোবাইল ফোন অপারেটর রবি। ১৫০ মেগাবাইট ডাটা প্যাক কিনে যে কোন রবি নাম্বারে সর্বনিন্ম কল রেট (২৫ পয়সা/মিনিট) উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সকল প্রি-পেইড গ্রাহকরা অফারটি গ্রহণ করতে পারবেন।


মাত্র ৪৫ টাকায় বান্ডল অফারটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা এবং একমাত্র *১২৩*০৪৫# ইউএসএসডি কোডে ডায়াল করে অফারটি সক্রিয় করা যাবে। এর সাথে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ যুক্ত হবে। বিশেষ বান্ডেল অফারটি গ্রহণ করার সাথে সাথে কার্যকর হবে বিশেষ কল রেটটি। গ্রাহকরা যতবার খুশি ততবার অফারটি গ্রহণ করতে পারবেন। ডাটা প্যাকটির মেয়াদ ১৫ এবং বিশেষ কল রেটের মেয়াদ হবে ৫ দিন। বিশেষ কল রেটের পালস হবে ১০ সেকেন্ডে।


রবি-রবি নাম্বারে বিশেষ কলরেটসহ ডাটা প্যাক ব্যবহারে সময়ের কোন বাধ্যবাধকতা নেই। তাই গ্রাহকরা দিনের যে কোন সময় বান্ডলের বিশেষ ফিচারগুলো উপভোগ করতে পারবেন। অন্যান্য অপারেটরে কল করার ক্ষেত্রে প্যাকেজ অনুযাযী ট্যারিফ প্রযোজ্য হবে।