হাঁটতে পারবে তো

পাঁচমিশালী কৌতুক September 22, 2016 1,500
হাঁটতে পারবে তো

চিৎকার করে এলবিডব্লিউয়ের আবেদন করল বোলার, ‘আউট দ্যাট!’

এদিকে ব্যাটসম্যান তখন পায়ে বল লেগে ব্যথায় কোঁকাচ্ছে। ধীর পায়ে ব্যাটসম্যানের দিকে এগিয়ে গেলেন আম্পায়ার। বললেন, ‘হাঁটতে পারবে তো?’

ব্যাটসম্যান : হুম। রানার লাগবে না। আমি রান করতে পারব।

আম্পায়ার : রান করতে হবে না। হেঁটে হেঁটে প্যাভিলিয়নে ফিরতে পারলেই হবে। তুমি আউট।