সোজা লন্ডন চল

পাঁচমিশালী কৌতুক September 21, 2016 1,059
সোজা লন্ডন চল

প্লেন টেক-অফ করার কিছুক্ষণ পরেই পাইলট নিজের পিঠে রিভলবারের খোঁচা অনুভব করলেন।

যাত্রী : সোজা লন্ডন চল।

পাইলট : জনাব, আমরা তো লন্ডনেই যাচ্ছি।

যাত্রী : তা জানি, কিন্তু এর আগে দুইবার লন্ডনের টিকেট কেটেও লন্ডন যেতে পারিনি। হাইজ্যাকারের কবলে পড়ে আমাকে একবার আফ্রিকা আরেকবার চীনে যেতে হয়েছে। এবার আমি লন্ডনেই যেতে চাই।