আজকের ধাঁধা : ১৮ সেপ্টেম্বর ২০১৬

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer September 18, 2016 1,772
আজকের ধাঁধা : ১৮ সেপ্টেম্বর ২০১৬

ধাঁধা :

১. ‘কেউ বা বসে মাটিতে,

কেউ বা বসে চেয়ারে।

খাচ্ছে যখন গহ্বরে,

আনন্দে তার মন ভরে।’


২. ‘কোন পাখি শিকার ধরে

গিয়ে বসে ডালে,

অর্ধেক তার কামরাঙ্গায়

অর্ধেক থাকে জলে।’


৩. ‘কালো হরিণ থাকে

কালো জঙ্গলের ধারে,

দশজনে ধরে আনে

দুইজনে মারে।’


৪. ‘কালো পাথর গলায় দড়ি,

রাত হলেই খোঁজ করি।’


উত্তর :

১. ভাত

২. মাছরাঙ্গা

৩. উকুন

৪. কেরোসিনের বোতল