এক পাওনাদার এলো দেনাদারের কাছে-
পাওনাদার : গত বছরে আমার কাছে ধার নেওয়া ৫০ হাজার টাকা এখনো ফেরত দিলে না যে!
দেনাদার : এই যে, আমার ধারের খাতাটা দেখো। একজন আমার কাছে পায় ১ লক্ষ, আরেকজন ৭০ হাজার, তৃতীয়জন ৮০ হাজার... সিরিয়ালে তোমার নম্বর ১৭। অতএব, হয় তোমার লাইন আসা পর্যন্ত অপেক্ষা করো, নয়তো আরও কিছু টাকা ধার দিয়ে সিরিয়াল নম্বরটা এগিয়ে নাও।