• ধাঁধা :
১. ‘কোন সে ফলের ফুল,
ফোটে কি ফোটে না,
সকালে-বিকেলে কেউ
তা দেখে না।’
২. ‘কোনো দিন দেখেনি কেউ,
হয় না কখনো।
রেগে গেলে লোকে বলে,
কথাটা জেনো।’
৩. ‘কোলের মধ্যে কি মিলল
হয়ে গেল পাখি।’
৪. ‘কেবলই তার মাংস আছে,
হাড় কিন্তু নেই।
কালো জামা পরে
ভাসে জলে।’
• উত্তর :
১. ডুমুর
২. ঘোড়ার ডিম
৩. কোকিল
৪. জোঁক