সুন্দর হাসি মুখের সৌন্দর্য একশোগুণ বাড়িয়ে দেয় আর বিউটিফুল স্মাইলের সিক্রেট নিঃসন্দেহে ঝকঝকে দু'পাটি দাঁত। দাঁত আমাদের অমূল্য সম্পদ। অযত্নের কারণে দিন দিন দাঁতের সমস্যা বাড়তে থাকে। তাই দাঁত সুস্থ-সবল রাখতে আমাদের নিয়মিত খাদ্য ও দাঁত পরিচর্যার নিয়ম মেনে চলা উচিত।
• দাঁত নিয়ে এমন অনেক তথ্য আছে যেগুলো আমাদের অনেকেরই অজানা। আসুন জেনে নিই.....
১. আমাদের শরীরে সবচেয়ে শক্ত অংশ হল দাঁতের উপরকার এনামেল।
২. মাতৃগর্ভে থাকার সময়েই দুধের দাঁত তৈরি হয়ে যায়। কিন্তু জন্মানোর বেশ খানিকটা সময় বাদে তা বাইরে আসে।
৩. খাবার খাওয়া এবং ছেঁড়ার জন্য মানুষ মূলত চার ধরনের দাঁতের ব্যবহার করে। সেগুলো হল- ইন্সিসরস(উপর এবং নীচের মাড়ির মাঝের চারটি দাঁত), ক্যানাইন (উপরের মাড়ির দু’পাশে থাকা ছুঁচলো দাঁত), প্রিমোলারস(ছুঁচলো দাঁতের পরের দু’জোড়া দাঁত, উপর এবং নীচের মাড়ির)এবং মোলারস(উপর ও নীচের মাড়ির শেষের দিকের দাঁত।
৪. একজন মানুষের আঙুলের ছাপ যেমন অন্যজনের সঙ্গে মেলে না। ঠিক তেমনই একজন মানুষের দাঁতের সঙ্গে অন্য মানুষের দাঁতের কোনও মিলই নেই।
৫. বেঁচে থাকাকালীন মানবদেহে প্রায় ২৫ হাজার কোয়ার্টস স্যালাইভা উৎপন্ন হয়। এই স্যালাইভা বা লালা দাঁতকে ব্যাকটেরিয়া আক্রমণের হাত থেকে অনেকটাই রক্ষা করে।
৬. অধিকাংশ রোগই দাঁতের সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন হৃদয়ঘটিত রোগ, অস্টিওপোরোসিস এবং ডায়াবেটিস।
৭. স্বাভাবিক ভাবে মুখ খুললে, আামাদের মোট দাঁতের দুই-তৃতীয়াংশ দেখা যায়।