সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সিমন কলিস কিছু দিন আগে ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর এবার সস্ত্রীক হজও করেছেন। এর মাধ্যমে তিনিই হলেন হজকারী সর্বোচ্চ মর্যাদার বিদেশী কূটনীতিক।
সিমন কলিস এখনো সৌদি আরবে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
লেখক ও অ্যাক্টিভিস্ট ফাওজিয়া আল বাকর কলিস এবং তার স্ত্রী হুদা মুজারকেচের ইহরাম পরা পোশাকের ছবি পোস্ট করেছেন। তিনি তার টুইটারে লিখেছেন : 'সৌদি আরবে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সিমন কলিস এবং তার স্ত্রী হুদা মুজারকেচ ইসলাম গ্রহণের পর হজ করেছেন।'
কলিসের অফিসিয়াল বায়োগ্রাফি অনুযায়ী, তিনি আরবি শেখার পর ১৯৭৮ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। এর আগে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
সূত্র : গালফ নিউজ