গরুটাকে একটু মানুষ বানাইয়া দেন

শিক্ষক-ছাত্র কৌতুক September 15, 2016 2,584
গরুটাকে একটু মানুষ বানাইয়া দেন

একদিন এক ছাত্র ক্লাসে গরু নিয়ে আসলো :


স্যার : এই তোঁতা ক্লাসে গরু নিয়ে আসলি কেন?

ছাত্র : স্যার আপনিই তো বলেন, যে কত গরু পিটাইয়া মানুষ বানাইলাম!

এখন এই গরুটাকে একটু মানুষ বানাইয়া দেন স্যার।