অন্তরঙ্গ মুহূর্তে চোখের দিকে চোখ রাখছেন না প্রেমিক। বহুবার আদরে-আবদারে চোখের দিকে চেয়ে ভালবাসার আর্জি জানিয়েছিল প্রেমিকা। কিন্তু প্রেমিকের আর চোখের দিকে চেয়ে ভালবাসা হয়ে ওঠেনি। তাই প্রেমিককে যথাযথ শাস্তি দিতে তার যৌনাঙ্গ কেটে দিল শানিয়া জোনস।
অ্যারিজোনার বাসিন্দা ৩৪ বছর বয়সী শানিয়া প্রেমিকের বাড়িতেই এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে।–কালেরকন্ঠ।
সংবাদ সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, প্রেমিকের সঙ্গে যৌন মিলনের সময় হঠাৎই শানিয়া রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে, প্রেমিকের যৌনাঙ্গে কোপ দেয়। এরপর যন্ত্রণায় প্রেমিক ছটফট করতে থাকলে, তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সেখান থেকে চম্পট দেয় শানিয়া।
এই ঘটনার দায়ে শানিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে তাকে।
শোনা যাচ্ছে, এই অপরাধে আট বছর পর্যন্ত জেল হতে পারে তার।