বাংলালিংকের বান্ডল অফারসহ উই'র তিন স্মার্টফোন বাজারে

Mobile Phone Offer September 10, 2016 2,595
বাংলালিংকের বান্ডল অফারসহ উই'র তিন স্মার্টফোন বাজারে

মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে ডেটা অফারে উই ব্র্যান্ডের তিনটি স্মার্টফোন এনেছে আমরা টেকনোলজিস। উই এ১, এল ২ ও ভি২ নামের এই তিনিট স্মার্টফোন সাশ্রয়ী দামে বাজারে পাওয়া যাচ্ছে।


বাংলালিংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিনটি স্মার্টফোন ক্রেতারা তিন মাসে ১৮ জিবি ইন্টারনেট বিনামূল্যে পাবেন।


উই এ ১ স্মার্টফোনের দাম তিন হাজার ৫০ টাকা, এল ২ এর দাম তিন হাজার ৫৫০ টাকা আর ভি ২ এর দাম ৮ হাজার ৫৯০ টাকা।


এ ১ স্মার্টফোনে আছে ৪ ইঞ্চি ডব্লিউভিজিএ স্ক্রিন, অ্যান্ড্রয়েড ললিপপ, ৫১২ এমবি র‍্যাম, ২৫ জিবিক্লাউড স্টোরেজ ও এক হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।


এল ২ স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড মার্শম্যালো, পেছনে ২ সামনে দশমিক চার মেগাপিক্সেলের ক্যামেরা, এক জিবি র‍্যাম, ২৫ জিবি ক্লাউড স্টোরেজ ও এক হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।


ভি২ স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, পেছনে ৮ ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ২ জিবি র‍্যাম, ৫০ জিবি ক্লাউড স্টোরেজ ও দুই হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।