ফেসবুকে এবার সিক্রেট চ্যাট করার সুযোগ

ফেসবুক টিপস September 9, 2016 2,516
ফেসবুকে এবার সিক্রেট চ্যাট করার সুযোগ

মেসেঞ্জারে ‘সিক্রেট মেসেজ’- নামে একটি নতুন ফিচার চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে একজন ইউজার গোপনে ব্যক্তিগত কথোপকথন চালাতে পারবেন। মেসেজগুলো নিজে থেকে মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাবে। এমনকি ফেসবুকের সার্ভারেও জমা থাকবে না। এ প্রক্রিয়ায় সেন্ডারের যে কোনো একটি ডিভাইস নির্বাচন করতে হবে। আর ‘disappear’ অপশনের মাধ্যমে ডিভাইস থেকে কথোপকথন ডিলিট হয়ে যাবে। তবে এখনও ভিডিও কিংবা জিআইএফের কোনও সুবিধা নেই এতে। ফেসবুকের মতে, অনেকেই তার অর্থনৈতিক কিংবা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য গোপন রাখতে চায় তার জন্যে এই ব্যবস্থা।


কিভাবে ‘সিক্রেট মেসেজ’ শুরু করবেন


মেসেঞ্জারের পেনসিল আঁকা আইকনের ওপরে ক্লিক করতে হবে। এবার ওপরে ডান পাশের ‘সিক্রেট’ অপশনে যেতে হবে। এবার যাকে মেসেজ করতে চান তাকে সিলেক্ট করুন। এখান থেকে চাইলে আপনি কতক্ষণ পর মেসেজটি ডিলিট হবে সে সময় টেক্সট বক্স থেকে সিলেক্ট করে দিতে পারেন। এর আগে গত জুলাইয়ে ফেসবুক তাদের মেসেজ আদান-প্রদানের জন্য মেসেঞ্জারের ‘সিক্রেট মেসেজ’ অপশন নিয়ে পরীক্ষা চালিয়েছে। তারা জানিয়েছিল, সীমিত আকারে সেবাটি চালু হলেও শিগ্রী সবার জন্য নিয়ে আশা হবে।