জিপিতে ১ পয়সা/সেকেন্ড কল রেট!

Grameenphone September 8, 2016 3,964
জিপিতে ১ পয়সা/সেকেন্ড কল রেট!

অফার বিস্তারিতঃ

ঠিক ১০৯ টাকা রিচার্জে সকল প্রিপেইড গ্রাহক যেকোনো লোকাল নম্বরে ২৪ ঘণ্টা ১ পয়সা/সেকেন্ড কলরেটে কথা বলতে পারবেন, যার মেয়াদ রিচার্জের দিন থেকে ৩০ দিন।


স্পেশাল ট্যারিফ যেকোনো নম্বরে প্রযোজ্য(জিপি-জিপি ও জিপি-অন্যান্য, পিএসটিএন ও মোবাইল)


অফারটি পেতে ঠিক ১০৯ টাকা রিচার্জ করতে হবে


অফার চলাকালীন সময়ে বিশেষ ট্যারিফ (যেকোনো নম্বরে ২৪ ঘণ্টা ১ পয়সা/সেকেন্ড কলরেট) কলরেট রেগুলার প্যাকেজ ট্যারিফ, সুপার এফএনএফ, এফএনএফ নম্বেরের ক্ষেত্রে প্রযোজ্য হবে


ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট ও ইমার্জেন্সি ব্যালেন্সের ক্ষেত্রে স্পেশাল ট্যারিফ প্রযোজ্য হবে না। ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট ও ইমার্জেন্সি ব্যালেন্স প্রথমে ব্যবহৃত হবে


ক্যাম্পেইন চলাকালীন সময়ে একাধিকবার অফারটি নেওয়া যাবে। একাধিক রিচার্জের ক্ষেত্রে সর্বশেষ মেয়াদ কার্যকর হবে


১০৯ টাকা রিচার্জে স্পেশাল ট্যারিফের মেয়াদ রিচার্জের দিন থেকে ৩০ দিন। গ্রাহকগণ *121*1*2# ডায়াল করে অফার ভ্যালিডিটি জানতে পারবেন


গ্রাহকগণ অন্য কোনো ১ পয়সা অফারে(২৯ টাকা, ৭৯ টাকা ও ৩৯ টাকা) অপ্ট-ইন করলে সর্বশেষ মেয়াদ কার্যকর হবে। স্পেশাল ট্যারিফের মেয়াদ শেষে পূর্বের কলরেটে ফেরত যাবেন।


অফারটি আনসাবস্ক্রাইব করতে “Stop RC” লিখে 9999 নম্বরে SMS করতে হবে


সকল চার্জে ৫% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য + মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য


বিস্তারিত জানতে কল করুন 121 নম্বরে(চার্জ প্রযোজ্য)