১৩ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদুল আযহা

ইসলামিক সংবাদ September 7, 2016 1,721
১৩ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদুল আযহা

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৩ সেপ্টেম্বর সারা দেশে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। এটি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এই দিন মহান আল্লাহতালার সন্তুষ্টির লক্ষ্যে ধর্ম প্রাণ মুসলমানরা পশু কুরবানি করে থাকে।


এর আগে, বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।


ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এতে সভাপতিত্ব করবেন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।




ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে উৎসব ঈদুল আযহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে।


বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ১২ সেপ্টেম্বর ঈদুল আযহা উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


প্রসঙ্গত, হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ধরে ঈদ-উল-আজহা চলে।


হিজরি চন্দ্র বছরের গণনা অনুযায়ী, ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আজহার মাঝে দুই মাস ১০ দিনের ব্যবধান থাকে। দিনের হিসেবে যা সর্বোচ্চ ৭০ দিন পর্যন্ত হতে পারে।