আবহাওয়ার নিখুঁত তথ্য পেতে নয়া স্যাটেলাইট ইসরোর

নতুন প্রযুক্তি September 7, 2016 808
আবহাওয়ার নিখুঁত তথ্য পেতে নয়া স্যাটেলাইট ইসরোর

আবহাওয়া সংক্রান্ত তথ্য আরও নিখুঁতভাবে পেতে মহাকাশে এবার আরও উন্নত প্রযুক্তির ‘ওয়েদার স্যাটেলাইট’ পাঠাতে চলেছে ইসরো। আগামী ৮ সেপ্টেম্বর ভারতের চেন্নাই থেকে ১১০ কিলোমিটার দূরে শ্রীহরিকোটা বন্দর থেকে INSAT-3DR নামে এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে।


ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ISRO) সূত্রে খবর, আগামী ৮ সেপ্টেম্বর ভারতীয় সময় বিকেল ৪-১০-এ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে GSLV-F05-এর মাধ্যমে INSAT-3DR উপগ্রহটিকে উৎক্ষেপণ করা হবে। এর আগে গত বছরের ২৭ অগাস্ট GSLV-D6-এর মাধ্যমে কমিউনিকেশন স্যাটেলাইট GSAT-6 মহাকাশে পাঠায় ইসরো। জানা গেছে, GSLV-F05-এর দশম উড়ান এটি। এটি ২,২১১ কেজি ওজনের অত্যাধুনিক ওয়েদার স্যাটেলাইটকে জিওস্টেশনারি ট্রান্সফার অরবিট (GTO)-এ নিয়ে যাবে।


২০১৩ সালের ২৬ জুলাই ফ্রান্সের গুয়েনা থেকে INSAT-3D উপগ্রহ পাঠিয়েছিল ইসরো। এই উপগ্রহ পাঠানোর ফলে প্রতিরক্ষার ক্ষেত্রেও সুবিধা হবে বলে জানা গেছে।


সূত্র: কলকাতা ২৪